নাটোরে একসঙ্গে চার সন্তানের জন্ম

চার সন্তানের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে অন্য তিনজন ভালো আছে
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় লাভলি খাতুন (২৫) নামের এক নারী একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে লাভলি খাতুন এসব সন্তানের জন্ম দেন। তবে চারটিই কন্যাসন্তান। তাদের মধ্যে দুপুর পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন সুস্থ আছে।

লাভলি খাতুন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের লিটন উদ্দিনের স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। একসঙ্গে চার সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে মানুষের ভিড় পড়ে যায়।

লিটন মিয়া বলেন, বুধবার রাতে প্রসবব্যথা উঠলে লাভলিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখাতে রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চার মেয়েসন্তানের জন্ম হয়। তিনি আরও বলেন, ‘আমার আর্থিক অবস্থা খুব খারাপ। তিন সন্তানের প্রতিদিন লালনপালন করা আমার জন্য কঠিন হয়ে পড়েছে।’

লাভলি খাতুন বলেন, ‘আমি অনেক খুশি। তবে সন্তানদের লালনপালন নিয়ে চিন্তায় আছি।’

আমিনা হাসপাতালের স্বত্বাধিকারী আনসারু হক জানান, চারটি নবজাতকের একটির মায়ের পেটেই মৃত্যু হয়েছিল। মৃত নবজাতকের মাথা ও দুই হাত ছিল না। তিন নবজাতক ও মা সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়াম খাতুন বলেন, ‘আমি খবর পেয়েছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করা হবে।’