নাটোরে করোনায় বিএনপি নেতার মৃত্যু, এক দিনে জেলায় সবো৴চ্চ শনাক্ত

করোনাভাইরাস।
প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাতে নাটোর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈদ উজ্জামান (৫২) মারা গেছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নাটোর সদর হাসপাতালে আবু বক্কর (৬০) নামের এক ব্যক্তি করোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯।

এদিকে আজ বুধবার নাটোরে সর্বোচ্চ ১২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এযাবৎকালে এটিই নাটোরে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকড৴। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত নাটোরের ৩০১টি নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। জেলায় সংক্রমণের হার ৩৯ দশমিক ৮৬।

মঙ্গলবারের তুলনায় সংক্রমণের হার ২০ শতাংশ কমলেও আজই সর্বোচ্চসংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে ১১ জুন সর্বোচ্চ ৮২ জন শনাক্তের রেকড৴ ছিল। এখন পয৴ন্ত জেলায় মোট ১৫ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৪৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর ও সিংড়া শহরে লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। আজ বর্ধিত লকডাউনের প্রথম দিনে শহরের প্রধান সড়কগুলোতে পুলিশ ও প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন রাতদিন কাজ করে যাচ্ছে। আজ শহরে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে জেলার স্বাস্থ্যব্যবস্থার তেমন উন্নতি হয়নি। বুধবার পর্যন্ত জেলায় আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন চালু করা যায়নি। নাটোর সদর হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ৩১ থেকে ৫০-এ উন্নীত করা হলেও রোগীর জন্য শয্যার সংকুলান হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে আজ ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫১।