নাটোরে ঢাকাগামী শ্রমিকদের খাবার দিল বিএনপি

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান ঢাকাগামী শ্রমিকদের খাবার ও পানির বোতল বিতরণ করেন। শনিবার দুপুরে নাটোর হরিশপুর বাইপাস এলাকায়
ছবি: প্রথম আলো

নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে ঢাকাগামী শ্রমিকদের বিনা মূল্যে দুপুরের রান্না করা খাবার ও পানির বোতল দিয়েছে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারের ৫৯তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার দুপুরে এসব খাবার বিতরণ করা হয়।

হরিশপুর বাইপাস মোড়ে আজ দুপুরে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কারখানার শত শত শ্রমিককে কর্মস্থলে যাওয়ার জন্য ট্রাকে উঠতে দেখা যায়। কয়েক গুণ বাড়তি ভাড়ায় তাঁদের ট্রাকে উঠতে হয়। অনেকের কাছে দুপুরের খাবার কেনার টাকাও ছিল না। এমন পরিস্থিতির মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের হাতে রান্না করা খাবারের প্যাকেট ও পানির বোতল তুলে দেন। এসব পেয়ে অনেকেই স্বস্তি পেয়েছেন।

দুর্লভপুর গ্রামের আয়েশা বেগম বলেন, তিনি ৬০০ টাকা নিয়ে গাজীপুরে পোশাক কারখানায় কাজে যোগ দেওয়ার জন্য বের হয়েছেন। বাড়ি থেকে বাইপাসে আসতে ১০০ টাকা খরচ হয়েছে। বাকি ৫০০ টাকা দিয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাওয়ার জন্য ট্রাকে উঠেছেন। তাঁর কাছে দুপুরের খাবার কেনার টাকা নেই। এমন অবস্থায় খাবারের প্যাকেট ও পানির বোতল পেয়ে তিনি বেশ খুশি।

সেখানে ঢাকাগামী তিন শতাধিক শ্রমিক খাবারের প্যাকেট ও পানির বোতল পেয়েছেন বলে জানায় স্থানীয় বিএনপি। একডালা এলাকার তরুণ মাসুদ রানা বলেন, বিএনপির এই কর্মসূচিতে যাত্রাপথে শ্রমিকদের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘আজ আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদারের ৫৯তম জন্মদিন। এ উপলক্ষে তাঁরা ঢাকাগামী শ্রমজীবী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণের কর্মসূচি নিয়েছিলেন। বিপুলসংখ্যক মানুষ এতে উপকৃত হয়েছে।’