নাতনিকে বাঁচাতে গিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

পঞ্চগড়ে নালার পানিতে পড়ে যাওয়া সাত বছর বয়সী নাতনিকে বাঁচাতে গিয়ে সামসুল হক (৭০) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়া শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোজাহার আলী বলেন, মুক্তিযোদ্ধা সামসুল হক তাঁর বড় ছেলের মেয়ে সুমাইয়া আক্তারকে (৭) নিয়ে বাড়ির পাশে বেড়াতে যান। এ সময় পা পিছলে গিয়ে সুমাইয়া নালার পানিতে পড়ে যায়। এ সময় দাদা সামসুল হক নালার পানিতে নেমে সুমাইয়াকে খুঁজতে গিয়ে নিজেই অচেতন হয়ে পড়েন। অনেকক্ষণ হয়ে গেলেও দাদা-নাতনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এ সময় নালার পানিতে সামসুল হককে অচেতন অবস্থায় ভাসতে দেখেন এবং নালা থেকে কিছু দূরে ধানখেতে নাতনি সুমাইয়াকে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন দুজনকেই উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দাদা সামসুল হককে মৃত ঘোষণা করেন।

তবে নাতনি সুমাইয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ নালার পানিতে পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে ওই মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।