নানা অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আবু সাইদ সরদার
সংগৃহীত

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ সরদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ ব্যবহারের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করে দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এসব অভিযোগে বাঘারপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা হয়েছে। যেহেতু এসব কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী। ফলে তাঁর পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

ইউএনও তানিয়া আফরোজ বলেন, ‘মন্ত্রণালয় থেকে আজ এ বিষয়ে ই-মেইল পেয়েছি। যে মুহূর্তে আদেশটি জারি করা হয়েছে, সেই মুহূর্ত থেকে তিনি আর চেয়ারম্যানের দায়িত্বে নেই। মন্ত্রণালয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১-কে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে আর একটি আদেশ জারি করবে। আদেশটি পাওয়ার পর প্যানেল চেয়ারম্যানকে তাঁর দায়িত্বের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ সরদার বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমি সাময়িক বরখাস্তের বিষয়টি জেনেছি। আমি ষড়যন্ত্রমূলক মামলার শিকার। বরখাস্তের ব্যাপারে আমি আইনের আশ্রয় নেব।’