নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীর পানিতে ডুবে তামিম হাসান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের দিলুরা গ্রামের কামারখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তামিম হাসান সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের শামিম মিয়ার ছেলে।

বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে থাকা কামারখালী নদীর পানিতে পড়ে যায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তামিম কয়েক দিন আগে তার মায়ের সঙ্গে দিলুরা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে বাড়ির আঙিনায় সে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে থাকা কামারখালী নদীর পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার ভাসমান লাশ উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমি করিম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুর হক জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।