নানার বাড়িতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিশু হলো দুই বছরের মো. তাহসিন ও দেড় বছরের মো. আবদুল্লাহ। তারা পরস্পর খালাতো ভাই। তাহসিন উপজেলার চর আবাবিলের গাইয়ারচর গ্রামের কৃষক কামাল হোসেনের ছেলে ও আবদুল্লাহ একই উপজেলার সোনাপুরের রাখালিয়া গ্রামের দিনমজুর মো. সেলিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদের মোল্লার দুই মেয়ে গত বুধবার তাঁর বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে দুই মেয়ের দুই ছেলে তাহসিন ও আবদুল্লাহ বাড়ির পাশে একসঙ্গে বল খেলছিল। একপর্যায়ে পাশের ডোবার পানিতে ডুবে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর দুজনের লাশ ডোবার পানিতে ভেসে উঠে।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ওই দুই শিশু নানার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়েছে।