নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া শিশু আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আমিড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম আবদুল্লাহ (১১)।

পুকুরে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড় মাটাই গ্রামের সালাহউদ্দিন মাসুদের ছেলে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে বিষয়টি নিশ্চত করেছেন।

ক্ষেতলাল থানা পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ঈদের দুদিন পর শিশু আবদুল্লাহ তার মা নুরজাহান বেগমের সঙ্গে নানার বাড়ি আমিড়া গ্রামে বেড়াতে আসে। আজ শুক্রবার সকালে শিশু আবদুল্লাহ নানার বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে তার লাশ ভাসতে দেখেন লোকজন। পরে স্বজনেরা এসে পুকুর থেকে আবদুল্লাহ লাশ উদ্ধার করেন।

ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, শিশু আবদুল্লাহ পুকুরে ডুবে মারা গেছে। ঈদের পর মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।