নান্দাইলে বন্ধ বিদ্যালয়ে আগুন লেগে শ্রেণিকক্ষ পুড়ে ছাই

আগুনে পুড়ে গেছে শ্রেণিকক্ষের বেঞ্চসহ নানা আসবাবপত্র। আজ মঙ্গলবার বিকালে নান্দাইল উপজেলার আবদুস সামাদ একাডেমি বিদ্যালয়ে
প্রথম আলাে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আবদুস সামাদ একাডেমি নামের মাধ্যমিক বিদ্যালয়ে আগুন লেগে তিনটি শ্রেণিকক্ষের প্রায় ৩০০ বেঞ্চ পুড়ে গেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের আধপাকা প্রায় ৮০ হাত দৈর্ঘ্যের একটি ঘরের টিনের চাল দিয়ে কালো ধোঁয়া বের হতে শুরু করলে ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে পড়ে। তখন লোকজন বন্ধ থাকা বিদ্যালয়ের দিকে ছুটে যায়। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা শ্রেণিকক্ষটি ঘিরে ফেলে। এ সময় স্থানীয় লোকজন বালতিসহ নানা ধরনের পাত্রে পানি এনে নিক্ষেপ করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে নান্দাইল থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই শ্রেণিকক্ষে থাকা বেঞ্চ, চেয়ার-টেবিলসহ নানা আসবাব পুড়ে যায়।

বন্ধ থাকা বিদ্যালয়ের আঙিনায় নিয়মিত মাদকের আড্ডা বসে। এসব আড্ডায় নানা ধরনের অসামাজিক কাজ হয়। শ্রেণিকক্ষের ভেতরে কেউ হয়তো ধূমপান বা গাঁজা সেবন করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বন্ধ থাকা বিদ্যালয়ের আঙিনায় নিয়মিত মাদকের আড্ডা বসে। এসব আড্ডায় নানা ধরনের অসামাজিক কাজ হয়। শ্রেণিকক্ষের ভেতরে কেউ হয়তো ধূমপান বা গাঁজা সেবন করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটেছে। নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবদুল মালেকও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এ ধারণায় সায় দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন বলেন, কীভাবে আগুন লেগেছে, তা এখনই বলা সম্ভব নয়। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।