নারায়ণগঞ্জ থেকে অপহৃত যুবক টাঙ্গাইলে উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ থেকে অপহরণের পর টাঙ্গাইলের ঘাটাইল থেকে মো. আবির (২৫) নামের এক যুবককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোরে উপজেলার দেউপাড়া বাজার থেকে তাঁকে উদ্ধার করা হয়।

র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল এলাকার সিরাজ টাওয়ারের দ্বিতীয় তলা থেকে আলমগীর হোসেনের ছেলে মো. আবিরকে অপহরণ করে দুষ্কৃতকারীরা। এরপর মুঠোফোনে বিকাশের মাধ্যমে তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ছাড়া অপহরণকারীরা আবিরকে শারিরীকভাবে নির্যাতন করে। অপহরণের বিষয়ে আবিরের পরিবার র‌্যাব-১১ কার্যালয়ে লিখিত অভিযোগ করে।

আবিরের পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আবিরের সঙ্গে এক বছর আগে ফেসবুকে সুজন (২৫) নামে এক যুবকের পরিচয় হয়। সম্পর্কের সূত্র ধরেই কাপড়ের ব্যবসা করার কথা বলে মো. আবিরকে অপহরণ করে সে মাইক্রোবাসে ঘাটাইলে নিয়ে যায়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব-১২-এর একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আবিরের অবস্থান শনাক্ত করে। গোয়েন্দা তৎপরতায় এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে শুক্রবার ভোর তিনটার দিকে ঘাটাইলে অপহরণকারীদের কাছে পৌঁছে যান র‌্যাবের সদস্যরা। সেখানে পৌঁছানোর পর একপর্যায়ে অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ঘাটাইলের দেউপাড়া বাজার থেকে আবিরকে উদ্ধার করা হয়। পরে আবিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।