নারায়ণগঞ্জ থেকে আসায় কোয়ারেন্টিনে

ভোলা
ভোলা

নারায়ণগঞ্জ থেকে ভোলার লালমোহন উপজেলায় বাড়িতে আসায় এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একই সঙ্গে ওই ব্যক্তির বাড়িতে বসবাস করা নয়টি পরিবারকে লকডাউন করছে প্রশাসন।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মিজানুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীরসহ কর্তব্যরত কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লকডাউনের আদেশ দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান জানান, ২-৩ দিন আগে ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। তিনি যেখানে ছিলেন সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন বলে শুনেছেন। পরে প্রতিবেশীরা বিষয়টি প্রশাসনকে জানান। তাই তাঁকে আলাদা একটি ঘরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া ওই বাড়ির নয়টি পরিবারকে লকডাউন করা হয়েছে। ১৪ দিন তাঁরা বাড়ি থেকে বের হতে পারবেন না।
ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন, ওই ব্যক্তির শরীরে এখনো করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। শুধু নারায়ণগঞ্জ থেকে আসার কারণে তাঁকে কোয়ারেন্টিনে এবং ওই বাড়ির নয়টি পরিবারকে লকডাউন করা হয়েছে।