নারায়ণগঞ্জে তিন হাজার অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছেন এক শ্রমিক। আজ রোববার দুপুরে রূপগঞ্জের আধুরিয়া বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শেখ ইমাম উদ্দিন এবং তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম উপস্থিত ছিলেন।

অভিযান শেষে শেখ ইমাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে চারটি জায়গায় আট কিলোমিটার এলাকাজুড়ে ছয় হাজার অবৈধ আবাসিক গ্যাস–সংযোগ চিহ্নিত করা হয়েছে। এসব সংযোগ বিচ্ছিন্ন করতে দুই দিনব্যাপী অভিযান চলছে। প্রথম দিনে দুটি গ্রামের চার কিলোমিটার জায়গাজুড়ে থাকা তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগের দায়ে ১টি খাবার হোটেলকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চিহ্নিত আরও তিন হাজার সংযোগ বিচ্ছিন্ন করতে কাল সোমবার ফের অভিযান চলবে।