নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক মিস্ত্রির মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় একটি মসজিদের অজুর পানির লাইন মেরামত করার সময় বিদ্যুতাড়িত হয়ে মনির হোসেন (৬০) নামের এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাইতুল ফালাহ্ জামে মসজিদের মুয়াজ্জিন সোলায়মান। শুক্রবার সকাল ১০টার দিকে বাইতুল ফালাহ্ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মনির হোসেন শহরের বাবুরাইল এলাকার আবদুল মজিদের ছেলে।

নারায়ণগঞ্জের ২ নম্বর বাবুরাইলে বাইতুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলায় শুক্রবার সকালে পানির লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মনির হোসেন নামের এক মিস্ত্রির মৃত্যু হয়। খবর পেয়ে নিহত ব্যক্তির স্ত্রী রোকেয়া বেগম কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার দুপুরে নিহতের ভাড়া বাড়িতে।
ছবি: দিনার মাহমুদ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মসজিদের তৃতীয় তলায় পানির পাইপলাইন রড দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করছিলেন স্যানিটারি মিস্ত্রি মনির হোসেন। তাঁকে সহযোগিতা করছিলেন মসজিদের মুয়াজ্জিন সোলায়মান। লোহার রড দিয়ে পাইপলাইনে খোঁচা দেওয়ার সময় রডের অপর প্রান্ত বিদ্যুতের তাঁরের সঙ্গে স্পর্শ হয়। এতে স্যানিটারি মিস্ত্রি মনির হোসেন তৃতীয় তলার পানির ট্যাংকির ওপর থেকে নিচে দোতলায় পড়ে যান। বিদ্যুতাড়িত হয়ে তাঁর শরীর ঝলসে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ সময় ওই মসজিদের মুয়াজ্জিন সোলায়মানও আহত হন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, মসজিদের অজু হাউসে কাজ করছিলেন স্যানিটারি স্ত্রী মনির। পানি বন্ধ হওয়ায় রড দিয়ে খোঁচানোর সময় রডের অপর প্রান্ত বৈদ্যুতিক তাঁরের সঙ্গে সংস্পর্শে মনির বিদ্যুতাড়িত হয়ে নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মুয়াজ্জিন সোলায়মান আহত হয়েছেন। তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।