নারায়ণগঞ্জে বিসিকসহ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি বিসিক শিল্পনগরীসহ বেশ কিছু এলাকায় আগামীকাল সোমবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকেরা গ্যাস পাবেন না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডেও গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক মফিজুল ইসলাম প্রথম আলোকে জানান, শহরের পশ্চিম মাসদাইরের মেসার্স ফারিহা ফ্যাশন লিমিটেডের গ্যাস–সংযোগের জন্য নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি ডিআরএস এর ১৫০ পিএসআইজি আউটলেট ভাল্‌ভ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স ফারিহা ফ্যাশন লিমিটেডের গ্যাস–সংযোগের জন্য নবনির্মিত ৬ ইঞ্চি গ্যাস পাইপলাইনের সঙ্গে ১২ ইঞ্চি বিদ্যমান গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য পঞ্চবটি ডিআরএসের ১৫০ পিএসআইজি আউটলেট ভালভ্ বন্ধ থাকবে। এর ফলে পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোপনগর, চরসৈয়দপুর, মুক্তারপুর ও তৎসংলগ্ন এলাকায় পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক এবং ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

২ জানুয়ারি পদ্মা রেলসেতু প্রকল্প এলাকা থেকে বিদ্যমান তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তরকাজের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।