নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের পর ঘটনাস্থল
ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মো. সিফাত (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে। মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
নিহত সিফাত শহরের পশ্চিম তল্লা এলাকার স্বপন মিয়ার ছেলে।  

ইউএনও নাহিদা বারিক প্রথম আলোকে বলেন, বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এক শিশু ও ইমামসহ ৩৪ জনের মৃত্যু হলো। সিফাতের শরীরের ১৮ শতাংশ ও শ্বাসনালি পোড়া ছিল। এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।