নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৭

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার সকালে তোলা ছবি।
দিনার মাহমুদ

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় ইমরান (৩০) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ২৭।

আজ সোমবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ইমরানের আগে গতকাল রোববার রাতে মনির ফরাজি নামের এক ব্যক্তি মারা যান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় মসজিদে ৫০ জনের মতো মুসল্লি ছিলেন। তাঁদের সবাই কমবেশি দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় এখন চিকিৎসাধীন ১০ জন।

আরও পড়ুন