নারী দিবসে এনআইডি পেলেন লুসি হল্ট

লুসি হল্টের হাতে সম্মাননা ও এনআইডি তুলে দেন অতিথিরা। গতকাল সকালে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে। ছবি: প্রথম আলো

বয়সের ভারে নুয়ে পড়লেও হেঁটেই অনুষ্ঠানস্থলে এসেছিলেন সিস্টার লুসি হল্ট। পায়ে চপ্পল, পরনে সাদামাটা শাড়ি। গতকাল সোমবার বরিশাল সার্কিট হাউসের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হলো জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বয়স্ক ভাতার কার্ড ও সম্মাননা ক্রেস্ট।

বিভাগীয় কমিশনার সাইফুল হাসান, নগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার ও পুলিশ সুপার মারুফ হোসেন সিস্টার লুসির হাতে এগুলো তুলে দেন। এ সময় খুশিতে উজ্জ্বল হয়ে ওঠেন সিস্টার লুসি।

তাঁর পুরো নাম লুসি হেলেন ফ্রান্সিস হল্ট। স্বদেশ, স্বজনদের ভুলে বাংলাদেশের মাটি ও মানুষের মায়ায় এখানেই ৬০ বছর ধরে রয়েছেন। তাঁর অন্তিম ইচ্ছা, চিরকালের মতো মিশে যেতে চান বাংলার প্রকৃতিতে। তাঁর প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩১ মার্চ গণভবনে ডেকে নিয়ে তাঁর হাতে তুলে দেন এ দেশের নাগরিকত্বের সনদ।

গতকাল সকালে বরিশাল সার্কিট হাউসের মিলনায়তনে ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ স্লোগান নিয়ে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আলোচনা সভা ও সফল নারীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিলেন সিস্টার লুসি। এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে সার্কিট হাউস চত্বরে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে সার্কিট হাউসের ধানসিড়ি মিলনায়তনে অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মারুফ হোসেন। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মহিলা পরিষদের বরিশাল জেলা সভাপতি রাবেয়া খাতুন, বরিশাল সনাকের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ।

নারী উন্নয়নে অবদান রাখার জন্য মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ নারীকে বিশেষ ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন সাংবাদিক শাহিনা আজমিন, বরিশাল ভাটিখানার জাহানার বেগম, বরিশাল ২৩ নম্বর ওয়ার্ডের জোবেদা খানম, বরিশাল সদর উপজেলা ভাইরাস চেয়ারম্যান রেহেনা বেগম। তাঁদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।