নারী নির্যাতন ও ধর্ষণে জড়িতদের কঠিন শাস্তি হতে হবে

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ, নোয়াখালীতে নারীর ওপর নির্মম নির্যাতনসহ সারা দেশে ধর্ষণ–নিপীড়নের প্রতিবাদে রূপান্তর ও সঞ্জীবনীর মানববন্ধনে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদআনিস মাহমুদ

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস ও সারা দেশে একের পর ঘটে চলা ধর্ষণকাণ্ড ও নারী নির্যাতনের ঘটনায় দেশজুড়ে চলমান প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছে সিলেটের দুটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রূপান্তর ও সঞ্জীবনী। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে সংগঠন দুটি আজ মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় পোষ্টার হাতে এক তরুণীর প্রতিবাদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
আনিস মাহমুদ

এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কয়েকজনকে চোখে কালো কাপড় বেঁধে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানাতে দেখা গেছে। কর্মসূচিতে রূপান্তরের সদস্য ওয়াহিদুজ্জামান আউয়াল ও সঞ্জীবনীর প্রচার সম্পাদক জে আই জোহানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সঞ্জীবনীর প্রতিষ্ঠাতা সাঈদ বিন হাসান, তানজিম হাসান, সভাপতি তানভির হাসান, সদস্য রাকিব হোসেন, রূপান্তর সামাজিক সংগঠনের সদস্য ধীমান রায়, আনন্দ ঘোষ, মৌতুসি নিমি, আলমাস আলী প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। এসব নির্যাতন-নিপীড়ন কমাতে দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িত এবং এর মদদদাতাদের বিচারের মুখোমুখি করে কঠিন শাস্তি দিতে হবে। এসব ঘটনায় কঠিন শাস্তি না হওয়ায় অপরাধ মহামারি আকার ধারণ করেছে। কঠিন শাস্তি হিসেবে জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, ‘আমরা আর কোনো মা-বোনের ওপর নির্যাতন দেখতে চাই না। বিচারিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি আমরা চাই কঠিন শাস্তি।’

সারা দেশে ধর্ষণ–নিপীড়নের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রূপান্তর ও সঞ্জীবনীর মানববন্ধন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
আনিস মাহমুদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগেও আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সমানে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।