নারী শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ
সুতা তৈরির একটি কারখানার এক নারী শ্রমিকের পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করেছেন তাঁর সহকর্মীরা। গতকাল শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার একটি কারখানায়। বর্তমানে ওই নারী মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই নারীর বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। তিনি ওই সুতার কারখানায় চাকরি করতেন।
ওই নারীর স্বজনেরা জানিয়েছেন, নিশ্চিন্তপুর এলাকায় শাহাবুদ্দিন (এমএস) নামের সুতা তৈরি কারখানায় অপারেটর পদে চাকরি করেন ওই নারী। তিনি বসবাস করেন রতনপুর এলাকায়। শ্রমিকেরা দীর্ঘসময় কারখানায় কাজ করলে তাঁদের শরীরে অনেক সুতা লেগে থাকে, সেই সুতা পরিষ্কার করার জন্য কারখানা থেকে একটি কম্প্রেসর মেশিন বসানো আছে। সেই মেশিন দিয়ে শ্রমিকেরা তাঁদের শরীরে লেগে থাকা তুলা পরিষ্কার করে থাকেন। গতকাল সকালে কাজ শেষে বের হয়ে যাওয়ার সময় তাঁর সহকর্মীদের সঙ্গে কম্প্রেসর মেশিন দিয়ে তুলা পরিষ্কার করতে যান ওই নারী। সহকর্মীরা ওই নারীকে ধরে তাঁর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। সেখানে ওই নারীর একজন পুরুষ ও দুজন নারী সহকর্মী মিলে এ কাজ করেন।
ওই নারীর ভাই বলেন, কাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় তাঁর বোনের সহকর্মীরা জোর করে ধরে তাঁর পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেন। অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। কিছুটা সুস্থ হলেই এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, তাঁর সহকর্মীরা হত্যার উদ্দেশ্যেই তাঁর পায়ুপথে বাতাস দিয়েছেন বলে তিনি ধারণা করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, ওই নারীর অস্ত্রোপচার করা হয়েছে, তবে এখনো শঙ্কামুক্ত কি না বলা যাচ্ছে না।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান।