নালিতাবাড়ীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মিনি ট্রাকের চাপায় একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার গোজাকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তাইফ হাসান (৩)। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামে তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হকের বাড়ির আঙিনায় প্রতি রাতে একই গ্রামের ট্রাকচালক সোহাগ মিয়া ও চালকের সহযোগী জুয়েল মিয়া ট্রাক রেখে যান। সকালে ওই ট্রাকের চাকার পাশে বসে খেলছিল তাইফ। সকাল আটটার দিকে চালক ও তাঁর সহযোগী শিশুকে না দেখে ট্রাক স্টার্ট দিয়ে আঙিনা থেকে রাস্তার দিকে যান। এ সময় শিশুটি চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি টের পেয়ে ট্রাক নিয়ে চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান। শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।