নাশকতা কি না, তদন্তে কমিটি

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা আড়াইটার দিকে কুমিল্লা শহরতলির ধনপুর এলাকায় ব্যুরো বাংলাদেশের কার্যালয়ে
প্রথম আলো

কুমিল্লা শহরতলির ধনপুর এলাকায় একটি ১০ তলা ভবনে বেসরকারি সংস্থা (এনজিও) ব্যুরো বাংলাদেশের কার্যালয়। এটির চারতলা পর্যন্ত সংস্থাটি ব্যবহার করে। বিদ্যুতের সংযোগও এই পর্যন্তই। কিন্তু ভবনটির পঞ্চম তলায় আজ মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে। এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে সংস্থাটি।

আগুনে পঞ্চম তলায় স্তূপ করে রাখা শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রসহ নানা ধরনের ইলেকট্রনিকস যন্ত্রপাতি পুড়ে গেছে। এ ঘটনার কারণ উদ্‌ঘাটনের জন্য ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক মো. আবদুস সালামকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ব্যুরো বাংলাদেশ সূত্রে জানা যায়, কুমিল্লা-কোটবাড়ী সড়কের উত্তর পাশে ধনপুর এলাকায় একটি চারতলা ভবনে সংস্থাটির দপ্তর ছিল। পরে ভবনটি ১০ তলা পর্যন্ত বর্ধিত করা হয়। ভবনের ওপরের অংশে এসিসহ ইলেকট্রনিকস মালামাল লাগানোর জন্য সেগুলো এনে পঞ্চম তলায় স্তূপ করে রাখা হয়। বেলা দেড়টায় পঞ্চম তলা থেকে আগুনের ধোঁয়া বের হওয়া শুরু। এরপর একে একে ভবনের কাচ খসে পড়া শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংস্থাটির বিভাগীয় ব্যবস্থাপক মো. আবদুস সালাম বলেন, ‘ভবনের পাঁচতলায় বিদ্যুতের লাইন নেই। আমরা এসি ও ইলেকট্রনিকস মালামাল এনে সেখানে রেখেছি। সেখানে আগুন লাগার কোনো কারণ নেই। এটি নাশকতা নাকি অন্য কিছু, তদন্ত করে বের করব। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।’