নাসিরনগরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে শিশুটির মা বাদী হয়ে সুকুমার সরকার (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে পুলিশ মামলা নেবে বলে জানিয়েছে।

শিশুটির পরিবার ও থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার দুপুরের খাবার খেয়ে শিশুটি বাড়ির বাইরে বের হয়। অনেকক্ষণ পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় বিকেলে শিশুটির মা তার খোঁজে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পাশের বাড়ির একটি ঘরে চিৎকার শুনতে পান। চোখের সামনে মেয়েকে ধর্ষণের চেষ্টা দেখে তিনি চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

প্রতিবন্ধী শিশুটির মায়ের ভাষ্য, ‘ধর্ষণের চেষ্টার বিষয়টি সুকুমারের পরিবারের লোকজনকে জানানো হয়েছে। কিন্তু জানাজানি হলে মানসম্মান চলে যাবে জানিয়ে ঘটনাটি তাঁরা কাউকে না জানাতে বলেন। স্থানীয়দের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। তাই স্বামী ও মেয়েকে সঙ্গে নিয়ে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। সুকুমার একজন মাদকসেবী। আমরা খুব ভয়ে আছি। সুকুমার যেকোনো সময় আমাদের ক্ষতি করতে পারে।’

ধর্ষণের চেষ্টার বিষয়টি সুকুমারের পরিবারের লোকজনকে জানানো হয়েছে। কিন্তু জানাজানি হলে মানসম্মান চলে যাবে জানিয়ে ঘটনাটি তাঁরা কাউকে না জানাতে বলেন। স্থানীয়দের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।
প্রতিবন্ধী শিশুটির মা

এদিকে সুকুমার পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। একাধিকবার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম মোজ্জামেল হক সরকার বলেন, ‘গ্রাম পুলিশের কাছ থেকে শুনেছি যে এই ধরনের একটি অভিযোগ নিয়ে সোমবার প্রতিবন্ধী মেয়েটির পরিবার থানায় গেছে। তবে আমার কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, ‘একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’