নিখোঁজের ১৯ ঘণ্টা পর মেঘনা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

আজ সকালে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ডুবে যাওয়া শিশুটির লাশের সন্ধান পায়
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মেঘনা নদীর জিয়াকান্দি এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছে।

নিহত ওই শিশুর নাম ইমাম হাসান (৮)। সে ভেদরগঞ্জ উপজেলার বেরাচাক্কি গ্রামের ফখরুদ্দিন গাজীর ছেলে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ইমাম হাসান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মায়ের সঙ্গে ইমাম হাসান মেঘনা নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় একপর্যায়ে সে তলিয়ে যায়। এ সময় তার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করে।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর না পেয়ে শরীয়তপুর ও চাঁদপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তাকে পায়নি। এরপর আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। সকাল সাড়ে সাতটার দিকে নদীর জিয়াকান্দি এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কবির হোসেন বলেন, গতকাল শরীয়তপুর ও চাঁদপুরের ফায়ার স্টেশনের ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় গতকাল উদ্ধার অভিযান বন্ধ করতে হয়েছিল। আজ সকালে আবার অভিযান শুরুর দেড় ঘণ্টার মধ্যেই শিশুটি লাশের সন্ধান পাওয়া যায়। লাশ ওই শিশুর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আল নাসিফ বলেন, মেঘনায় ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে।