নিম্নমানের সামগ্রী ব্যবহার,সড়কের নির্মাণকাজ বন্ধ

নিম্নমানের ইট দিয়ে কুমিল্লার চান্দিনা উপাজেলার কান্দি গ্রামের একটি সড়ক নির্মাণের কাজ হচ্ছিল। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেয় উপজেলা প্রকৌশলীর কার্যালয়
ছবি: প্রথম আলো

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগে কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কান্দি গ্রামের একটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার ওই কাজ বন্ধ করে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলীর কার্যালয় ওই কাজ বন্ধ করে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চান্দিনা উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কান্দি গ্রামের পূর্বপাড়া এলাকার ঈদগাহ থেকে নলুয়া এলাকা পর্যন্ত ৮০০ মিটার সড়ককে পাকা সড়কে উন্নীত করার কাজ শুরু হয় গত বছরের জুলাই মাসে। প্রায় এক কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের এই অংশের একটি কাজের মান নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ।

গত ২৯ ডিসেম্বর দুপুরে কান্দি এলাকায় গিয়ে দেখা গেছে, তিন মিটার প্রস্থের ওই সড়কের কোথাও মাটি কাটা আছে, কোথাও সড়কের মধ্যে নিম্নমানের ইটের টুকরা ট্রাক্টরে করে ফেলা হচ্ছে। এরপরে সড়কের মধ্যে বালু ফেলা হচ্ছে না। মাটি ফেলে তার উপর ইটের টুকরা ফেলা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলীর কার্যালয় গতকাল কাজ বন্ধ করে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে কান্দি ঈদগাহ এলাকার অন্তত তিনজন ব্যক্তি বলেন, বর্ষা মৌসুমে সড়ক কেটে ফেলে রাখা হয়। এ কারণে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়। এখন কাজ শুরু হচ্ছে নিম্নমানের ইট দিয়ে।

এলজিইডির চান্দিনা উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, ‘চান্দিনার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম এন্টারপ্রাইজের নামে ওই কাজ বরাদ্দ হয়। ওই কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়। এলাকাবাসীর প্রতিবাদের কারণে আমরা কাজ বন্ধ করে দিই। আমি আজ রোববার (গতকাল) ওই সড়ক পরিদর্শন করেছি। এলাকার লোকজন রেখে ভালোমানের নির্মাণসামগ্রী দিয়ে ভবিষ্যতে ওই কাজ হবে। দিনের বেলায় সড়কের কাজ হবে। রাতে আর কোনো কাজ হবে না।’

নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম এন্টারপ্রাইজের মালিক কাজী তৌহিদুল ইসলামের পক্ষে ঠিকাদার মোহাম্মদ খোকা বলেন, ‘কাজটি অনেক আগের প্রকল্পের। তখন নির্মাণসামগ্রীর দাম কম ছিল, এখন দাম বেড়েছে। যেহেতু অভিযোগ উঠেছে, আমরা এখন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে ভালো করে কাজ করব।’

চান্দিনা উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ বলেন, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। শর্ত মোতাবেক এখন কাজ হবে। এটি নতুন সড়ক। ভাল করে না করলে টিকবে না।

নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। শর্ত মোতাবেক এখন কাজ হবে। এটি নতুন সড়ক। ভাল করে না করলে টিকবে না।
আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী, চান্দিনা