‘নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ শতাংশ আসন পাবে’

পঞ্চগড়ে বিএনপির কার্যালয়ের সামনে ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকার
ছবি: প্রথম আলো

নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হলে ৮০ শতাংশ সংসদীয় আসন বিএনপি পাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকার। আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জমির উদ্দিন সরকার বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে এখনো দেশের ৮০ শতাংশ সংসদীয় আসন বিএনপি পাবে। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা তো ১৫ বছর তাঁদের দেখলাম। যদি আওয়ামী লীগের কন্ট্রোলে (অধীনে) নির্বাচন হয়, তাহলে তো আগের মতোই চুরিজারি হবে। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। তৎকালীন আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আমরাই সংবিধানে যুক্ত করেছিলাম।’

বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছে। বিএনপি রাজনীতির মাধ্যমে দেশে ন্যায়নীতি প্রতিষ্ঠিত করেছিল এবং ভবিষ্যতেও করবে। এত ঝড়ঝাপটার পরও এখনো বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের প্রতিপক্ষ যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা পুলিশের সাহায্য না নিয়ে, সরকারি কর্মকর্তাদের সাহায্য না নিয়ে মাঠে এসে দাঁড়াক, তারপর দেখা যাবে উনারা কোথায় আছেন আর আমরা কোথায় আছি।’

জমির উদ্দিন সরকার আরও বলেন, ‘আমরা কাজ করেছি সাধারণ মানুষের জন্য। পঞ্চগড়কে সাব–ডিভিশন থেকে জেলা করেছি। এ ছাড়া এখানকার সরকারি অফিস, স্কুল-কলেজসহ যত উন্নয়ন হয়েছে, সবই বিএনপির সময়ই হয়েছিল।’ তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘আজকে যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা দেখাক, আমাদের উন্নয়নের বাইরে তাঁরা কী কী উন্নয়ন করেছেন।’

জাতীয় সংসদের সাবেক এই স্পিকার বলেন, ‘যদি আইনের শাসন না থাকে, তাহলে দেশে কোনো দিন শান্তি স্থাপিত হতে পারে না। দেশে আজকে আইনের শাসন নেই। আজকে জনগণের যে ক্ষমতা, ভোটের অধিকার, সেটা তাঁরা নিজের মতো করে দিতে পারেন না।’

জাতীয় নির্বাচনের বিষয়ে জমির উদ্দিন সরকার বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে নিশ্চয়ই বিএনপি নির্বাচন করবে। তবে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। এ জন্য সরকারের সদিচ্ছার দরকার। তারপর নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সংশোধন করতে হবে, নাকি অন্য কোনো উপায় বের করা হবে, তা আইনজ্ঞদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহম্মদ নওশাদ জমির, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম, সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জমির উদ্দিন সরকার পরে জেলা স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।