নির্দেশ না মেনে রাতে দোকান খোলায় ৭ দোকানিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ না মেনে রাতের বেলা দোকান খোলা রাখার দায়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাত দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে উপজেলার কেরানীহাট ও দেওয়ানহাট এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জরিমানা করা দোকানগুলো হলো কেরানীহাটের মেহফিল রেস্তোরাঁ, আল ঈশান রেস্তোরাঁ, আল আমিন ট্রেডার্স, প্রেয়সী, অল কালেকশন, নীল আঁচল ও দেওয়াহাটের সৈয়দ স্টোর।

ইউএনও নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সম্প্রতি করোনাভাইরাস চট্টগ্রামে তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট সন্ধ্যা ছয়টার পর (আগামী ১৪ এপ্রিল পর্যন্ত) ওষুধ ও কাঁচাবাজার ছাড়া সব দোকান বন্ধ রাখতে বলেছেন। এ নির্দেশনা অমান্য করে রাতে দোকান খোলা রাখায় সাত দোকানিকে জরিমানা করা হয়েছে।