নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

শরীফ হোসেন
সংগৃহীত

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শরীফ। তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা সাতজন। আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
শরীফ হোসেন যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার আগে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এবারই প্রথম তিনি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

শরীফ হোসেন বলেন, মেয়র পদে আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে স্থানীয় আওয়ামী লীগের তিন সদস্যের সংক্ষিপ্ত তালিকায় তাঁর নাম ছিল। তরুণ বয়সে এটাই তাঁর বড় অর্জন। দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে তিনি জড়িত। দলীয় মনোনয়ন না পেলেও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে প্রার্থী হয়েছিলেন। তবে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে দলের মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন।

২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।