নির্বাচনী সহিংসতার কারণ সমাজবিজ্ঞানীদের খতিয়ে দেখতে হবে

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। আজ রোববার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
ছবি: প্রথম আলো

নির্বাচন নিয়ে সহিংসতা দিনের পর দিন চলতে পারে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘কেন এ সহিংসতা হয়, সে ব্যাপার সমাজবিজ্ঞানীদের খতিয়ে দেখতে হবে। পাশাপাশি এ–জাতীয় মনমানসিকতা থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি, সে দিকটি সবাইকে ভেবে বের করতে হবে।’

আজ রোববার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘জিততেই হবে, যেকোনোভাবে জিতব, প্রয়োজনে হত্যা করে জিততে হবে—এ মানসিকতা নির্বাচনে যাবতীয় সন্ত্রাসের জন্ম দেয়। আমাদের এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।’
শাহাদাত হোসেন চৌধুরী আরও বলেন, ‘আইনের যথাযথ প্রয়োগ ও নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মানাতে না পারলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। আমরা চাই না নির্বাচনে সহিংসতা হোক, জানমালের ক্ষতি হোক, সম্পদ নষ্ট হোক। এ জন্য নির্বাচনী পরিবেশ রক্ষা করতে হবে। মাস্তান–সন্ত্রাসীরা যেন প্রার্থীদের হাতিয়ার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালনে সৎ, সাহসী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ভোট গণনা নিয়ে প্রশ্ন উঠলে কেন্দ্র থেকে তা পুনরায় গুনে ফলাফল কেন্দ্রে দিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্রের বাইরে কিংবা উপজেলা পরিষদে এনে ভোট গণনার কোনো সুযোগ নেই, এটি আইনবহির্ভূত।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক। অন্যদের মধ্যে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার দুই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম ও এ বি এম আজিজুল হোসেন, দুই থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম ও মো. ওয়াহিদুজ্জামান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও র‌্যাব-৮ ফরিদপুরের কর্মকর্তারা বক্তব্য দেন।

চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারীর ১০টি, আলফাডাঙ্গা উপজেলার ৩টিসহ মোট ১৩টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।