নির্মাণকাজ শেষের আগেই ভবনের দেয়ালে ফাটল

রাজাপুরে নির্মাণাধীন মডেল মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। পরে সেখানে পলেস্তারা দেওয়া হয়েছে। গত শুক্রবারের

ঝালকাঠির রাজাপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শেষের আগেই ভবনের দেয়ালে ফাটল ধরেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্ন মানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ ধরনের ফাটল দেখা দিয়েছে।

উপজেলা সদরের খাদ্যগুদাম এলাকায় মডেল মসজিদের নির্মাণকাজ চলছে। গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের অধীন ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে রাজাপুরে মডেল মসজিদের নির্মাণকাজ শুরু হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ কোটি টাকা। নির্মাণকাজের দায়িত্ব পায় বরিশালের মেসার্স খান বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নির্মাণকাজ শুরুর কিছুদিন পর নিম্ন মানের কাজের অভিযোগে এলাকার লোকজন কাজ বন্ধ করে দিয়েছিলেন। বর্তমানে মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যেই মসজিদের উত্তর ও দক্ষিণ অংশের ভেতর ও বাইরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

গত শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, উত্তর ও দক্ষিণ অংশের দেয়ালে অনেক জায়গায় ফেটে গেছে। শ্রমিকেরা সিমেন্ট দিয়ে দেয়ালের ফাটল মেরামতের চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, মসজিদের পেছনের অংশে ঠিকভাবে পাইলিং না করার কারণে তা দেবে গিয়ে দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া নির্মাণকাজে নিম্ন মানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক নাসির খান ফোন ধরেননি।

মসজিদ নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আবুল বাশার বলেন, পর্যাপ্ত পানির অভাবে দেয়ালের পলেস্তারায় ফাটল দেখা দিয়েছিল। ইতিমধ্যে তা ঠিক করা হয়েছে।