নিষিদ্ধ পলিথিন উৎপাদন করায় জরিমানা

নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আজ দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার লামাহাজরা এলাকায়
প্রথম আলো

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন এবং অননুমোদিত নকল, ভেজাল ও মানহীন ওষুধ রাখায় ৬টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে লামাহাজরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করায় ‘খাজা প্যাকেজিং অ্যান্ড ফ্যাক্টরি’র মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

পরে স্টেশন সড়ক এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, অননুমোদিত নকল, ভেজাল ও মানহীন ওষুধ রাখায় ৫টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ফেমাস সার্জিক্যালকে ১০ হাজার, জাহান সার্জিক্যালকে ৩ হাজার এবং কানন, এমএসওএমএন ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব দোকানের প্রায় ১৫ হাজার টাকার অননুমোদিত ওষুধসামগ্রী ধ্বংস করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার ওবাইন রাখায়ন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম প্রমুখ।