নিষিদ্ধ সময়ে ইলিশ খাওয়া বন্ধ করলে ধরাও বন্ধ হবে: দীপু মনি
শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি বলেন, ‘ইলিশ আমাদের ঐতিহ্য, চাঁদপুরের গর্ব। এই ঐতিহ্য ধরে রাখতে আমাদের মা ইলিশ রক্ষা করতে হবে। অভয়াশ্রমে যত দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে, তত দিন আমাদের ইলিশ খাওয়াও বন্ধ রাখতে হবে। কারণ, আমরা খেতে চাইলে জেলেরাও মাছ ধরবেন। তাই নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা ও খাওয়া বন্ধ রাখলে আমাদের অভয়াশ্রম সার্থক হবে।’
চাঁদপুরে শুরু হওয়া ১৩তম ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দীপু মনি। গতকাল রোববার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঁচ দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাতের সভাপতিত্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী ব্যাপারী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ বক্তব্য দেন।