নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪৭ জেলের কারাদণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ফরিদপুরের সদরপুরে ৪৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।

শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা-পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ মা ইলিশ জব্দ করা হয়।

শনিবার সকালে আটক জেলেদের মধ্যে ৮ জনের প্রত্যেককে দুই মাস করে ও ৩৯ জনের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার জাল পুড়িয়ে ভস্মীভূত করা হয়। মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, আটক ৪৭ জন জেলেকে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্ত করে এ কারাদণ্ড দেওয়া হয়।