নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, নিহত ৩

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয় এবং সেটিকে ঠেলে নিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। রোববার দুপুরে মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকায়
ছবি: প্রথম আলো

মাগুরার মহম্মদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা যাত্রীবাহী একটি বাসের চাপায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এতে চালকসহ ইজিবাইকের তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা–মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নিহত তিনজন হলেন ইজিবাইকের চালক উপজেলার আওনাড়া গ্রামের আবদুস সালামের ছেলে রাব্বি ইসলাম (২২), ইজিবাইকের যাত্রী ভাবনপাড়া গ্রামের রশীদ মণ্ডলের ছেলে জসিম মণ্ডল (২৫) ও বেথুলিয়া গ্রামের নির্মল কুমার বিশ্বাস (৬০)।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এমপি ক্লাসিক নামের যাত্রীবাহী বাসটি মাগুরা থেকে মহম্মদপুরে যাচ্ছিল। পথে কানুটিয়া এলাকায় তানহা ব্রিকসের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে সেটিকে ঠেলে নিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায় বাস। এতে বাস ও ইজিবাইকের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের নিচে চাপা পড়া ইজিবাইকের যাত্রীদের এক্সকাভেটর দিয়ে টেনে বের করেন।

মাগুরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে রাব্বি ও জসিম নামের দুইজনকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া নির্মল বিশ্বাস নামের ইজিবাইকের এক যাত্রী যশোর নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় ও পরে ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি পুরো দুমড়েমুচড়ে গেছে। গুরুতর আহত ব্যক্তিদের সবাই ইজিবাইকের যাত্রী। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।