নীলফামারীতে জামায়াতের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

নীলফামারীতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমিরসহ ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে এসে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদে একত্র হন জামায়াতের ২১ নেতা-কর্মী। এ সময় সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল আজিজের নেতৃত্বে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে বসেছিলেন নেতা-কর্মীরা। সেখান থেকে দলটির ১৯ নেতা-কর্মীকে আটক করা হয়। এ সময় অপর দুজন পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে এসে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদে একত্র হন জামায়াতের ২১ নেতা-কর্মী। সেখান থেকে দলটির ১৯ নেতা-কর্মীকে আটক করা হয়।

গ্রেপ্তার সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল আজিজ টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের বাসিন্দা। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গোড়গ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি ওই ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের হ‌ুমায়ূন কবির (৩২) এবং একই ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি কীর্তনীয়াপাড়া নগরবন গ্রামের রশিদুল দেওয়ান রয়েছেন। অন্যদের মধ্যে জামায়াতের ১০ সক্রিয় সদস্য ও ৬ সমর্থক রয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউপ বলেন, সকালে ওই মসজিদে বসে নাশকতা সৃষ্টির গোপন বৈঠক করার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত ৮টি মোটরসাইকেল, ৪টি বাইসাইকেল, ১২টি মুঠোফোন, জিহাদি বই, লিফলেট, চাঁদা আদায়ের রসিদসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

নীলফামারী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুক্তারুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাহারুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা করেছেন। তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।