নীলা হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঢাকার সাভারে কিশোরী নীলা রায় হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবিতে মানিকগঞ্জ শহরের ভাষাশহীদ রফিক চত্বরে বুধবার মানবন্ধন করা হয়।
প্রথম আলো

ঢাকার সাভারে কিশোরী নীলা রায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন । আজ বুধবার সকালে জেলা শহরে ভাষাশহীদ রফিক চত্বরে এই কর্মসূচি পালন করে তারা।

সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত কর্মসূচিতে সিপিবি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী, শিক্ষক সমিতি, গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও প্রগতি লেখক সংঘ অংশ নেয়।

গত রোববার রাত আটটার দিকে ভাইয়ের রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে নীলাকে ছিনিয়ে নিয়ে মিজানুর ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় গত সোমবার রাতে নীলার বাবা নারায়ণ রায় সাভার থানায় মামলা করেন।

নীলার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নীলাকে উত্ত্যক্ত করছিলেন সাভারের দক্ষিণপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে মিজানুর রহমান (২০)। তবে ভয়ে পরিবারটি তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। মিজানুরের পরিবারকে জানালেও তারা উল্টো মিজানের সঙ্গে সখ্য গড়ে তোলার প্রস্তাব দেয়। গত রোববার রাত আটটার দিকে ভাইয়ের রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে নীলাকে ছিনিয়ে নিয়ে মিজানুর ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় গত সোমবার রাতে নীলা রায়ের বাবা নারায়ণ রায় সাভার থানায় মিজানুর, তাঁর বাবা আবদুর রহমান, মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করা হয়।

নীলা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার, আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজকের দেড় ঘণ্টার মানববন্ধনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা শাখার সভাপতি লক্ষ্মী চ্যাটার্জি সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলাম, শিক্ষাবিদ ঊর্মিলা রায়, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষ, সুজনের জেলা শাখার সদস্যসচিব ইকবাল হোসেন, শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মজিবুর রহমান, ক্ষেতমজুর সমিতির জেলা শাখার সভাপতি আশরাফ সিদ্দিকী, মানিকগঞ্জ পৌর কাউন্সিলর সাবিহা হাবিব, বিকশিত নারী নেটওয়ার্কের জেলা শাখার সভাপতি তাজরানা ইয়াছমিন, প্রগতি লেখক সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দ্য হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক আবদুস সালাম প্রমুখ।

আরও পড়ুন

লক্ষ্মী চ্যাটার্জি বলেন, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসার বিষয়ে বখাটে মিজানুরের পরিবারকে জানালেও নীলা ও তার পরিবার কোনো প্রতিকার পায়নি। নীলা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সিপিবির কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলাম বলেন, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে সমাজে নীলা হত্যাকাণ্ডের মতো অসংখ্য ঘটনা ঘটছে। ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়া প্রয়োজন।

শিক্ষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মজিবুর রহমান বলেন, ‘সারা দেশেই কিশোর গ্যাং গড়ে উঠেছে। এসব কিশোর অপরাধীর মোটরসাইকেলের তেলে টাকা কোথা থেকে আসে? কারা তাদের ব্যবহার করেন?’

এ হত্যাকাণ্ডের তিন দিনেও মামলার মূল আসামি মিজানুরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নীলা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সাভারের ব্যাংক কলোনি মহল্লা থেকে সেলিম পালোয়ান (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।