নেত্রকোনায় কারাগারের হাজতির মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার ভোরে তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মারা যান।

ওই হাজতির নাম আবদুল মতিন মিয়া (৬০)। বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামে।

নেত্রকোনা জেলা কারাগারের সুপার আবদুল কদ্দুস বলেন, আবদুল মতিন মিয়া একটি হত্যা মামলার আসামি। গত বছরের ২ সেপ্টেম্বর থেকে তিনি কারাবাসে ছিলেন। রোববার ভোরে ফজরের নামাজ পড়ার সময় আবদুল মতিন মিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই মামলায় তাঁর ছেলেও কারাগারে রয়েছেন বলে জানান জেল সুপার।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আবদুল মতিনের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।