নেত্রকোনায় নিখোঁজের দুদিন পর যুবকের বস্তাচাপা লাশ উদ্ধার

মোহনগঞ্জে নিখোঁজের দুদিন পর বস্তাচাপা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজের দুদিন পর বস্তাচাপা অবস্থায় রেজাউল করিম ওরফে রজিব (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাটিয়া গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত রেজাউল করিম মোহনগঞ্জ পৌর শহরের দেওথান এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে রেজাউল করিম তাঁর মোটরসাইকেলে ভাড়ায় লোক নিয়ে মোহনগঞ্জ সদর থেকে একই উপজেলার আদর্শনগর এলাকায় যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি।

লাশের গলায় একটি রশি প্যাঁচানো অবস্থায় পায় পুলিশ। লাশ উদ্ধারের পর ভাটিয়া গ্রামের বাসিন্দা আবদুল কালামের বাড়ি থেকে রেজাউলের মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ।

আজ সকাল ১০টার দিকে ভাটিয়া গ্রামের লোকজন স্থানীয় একটি পুকুরে সিমেন্টের বস্তা দিয়ে চাপা দেওয়া অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে দুপুরে পুলিশ গিয়ে বস্তার নিচ থেকে লাশটি উদ্ধার করে। এ সময় রেজাউলের স্বজনেরা এসে মরদেহটি রেজাউলের বলে শনাক্ত করেন। লাশের গলায় একটি রশি প্যাঁচানো অবস্থায় পায় পুলিশ। লাশ উদ্ধারের পর ভাটিয়া গ্রামের বাসিন্দা আবদুল কালামের বাড়ি থেকে রেজাউলের মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম গোপন রাখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য থানা-পুলিশের পাশাপাশি পিবিআইয়ের সদস্যরাও ছায়াতদন্ত শুরু করেছেন।