নেত্রকোনায় মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় মাথা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে গড়াডোবা ইউনিয়নের খরমহরি গ্রামের পেছনের নপাই বিল থেকে পুলিশ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। লাশটি নারী না পুরুষের, তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশটি উদ্ধার করে থানায় এনে রাখা হয়। লাশের ময়নাতদন্তের জন্য আগামীকাল শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে। পুলিশের ধারণা, লাশটি প্রায় এক মাস আগের।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি নপাই বিলে মাছ ধরতে গিয়ে কচুরিপানার নিচে একটি গলিত লাশের মতো দেখতে পান। পরে তিনি ভয়ে ডাঙায় উঠে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে মস্তক বিচ্ছিন্ন মৃতদেহটি উদ্ধার করে থানা প্রাঙ্গণে নিয়ে যায়।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাথা বিচ্ছিন্ন মৃতদেহটি সম্পূর্ণভাবে গলে যাওয়ায় এটি পুরুষের না নারীর তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো নারীর হবে। কারণ, লাশটি উদ্ধার হওয়া স্থান থেকে নারীদের ব্যবহৃত একটি স্কার্ফ পাওয়া গেছে। তিনি জানান, দেহের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করাসহ মৃতদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মৃতদেহটি আগামীকাল শনিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।