নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

করোনাভাইরাসের প্রতীকী ছবি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মাধ্যমে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৫ দশমিক ৭০ শতাংশ, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। একই সময়ে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সদর উপজেলার ও অন্যজন বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার দিবাগত রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে নতুন শনাক্ত ও মৃত্যুর এ তথ্য প্রকাশ করা হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫৯ জন। মারা গেছেন ১২৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার রাতে ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১০১ জন। এর মধ্যে ৬০ জন সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে বেগমগঞ্জের রয়েছে ১৫ জন, সোনাইমুড়ীর ৭ জন, চাটখিলের ২ জন, সেনবাগের ৫ জন, চাটখিলের ২ জন, কোম্পানীগঞ্জের ৮ জন ও কবিরহাট উপজেলার ৪ জন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, জেলায় করোনা শনাক্তের হার কমিয়ে আনতে বর্তমানে দ্বিতীয় সপ্তাহের কঠোর লকডাউন চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সংক্রমণ প্রতিরোধ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তবে বর্তমানে সংক্রমণ শনাক্তের হার লকডাউন শুরুর দিক থেকে তুলনামূলকভাবে অনেক কম।