নোয়াখালীতে কলেজশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। রোববার সকালে আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কলেজশিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। আজ রোববার সকালে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। তিনি সোনাইমুড়ী উপজেলার দীঘিরজান এলাকায় পৌঁছালে ৫-৬ জনের একদল সন্ত্রাসী অতর্কিত তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

মাহবুবুর রহমানের ওপর হামলার ঘটনা জানাজানি হলে আজ কলেজ ক্যাম্পাসে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা মাহবুবুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে কলেজটির অধ্যক্ষ নাজিম উদ্দিনসহ শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা অংশ নেন।

অধ্যক্ষ নাজিমুদ্দিন প্রথম আলোকে বলেন, কলেজ ক্যাম্পাসে বিভিন্ন সময়ে বহিরাগত তরুণ-যুবকেরা আড্ডা দিয়ে থাকেন। শিক্ষক মাহবুবুর রহমান হয়তো কোনো সময় তাঁদের কাউকে আড্ডা দিতে নিষেধ করেছেন। এ কারণে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তাঁরা হামলা চালাতে পারেন। বিষয়টি স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিম ও থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ প্রথম আলোকে বলেন, কলেজশিক্ষক মাহবুবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে আজ থানায় একটি মামলা হয়েছে। কে বা কারা ওই হামলার ঘটনায় জড়িত, তাঁদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।