নোয়াখালীতে কালভার্টের পাশে বসা দুজনকে গাড়ির চাপা, নিহত ১

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের পাশে বসা দুই ব্যক্তিকে চাপা দিলে একজন নিহত ও অন্যজন আহত হন। গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে উপজেলার সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমকি মহিলা মাদ্রাসাসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল হান্নান (৬০)। তিনি স্থানীয় আমকি বাজারের একজন ব্যবসায়ী ও আমকি গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন আমকি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম (৫৫)। তাঁকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

ঘটনাস্থল পরিদর্শনকারী সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী আবদুল হান্নান ও অধ্যক্ষ জহিরুল ইসলাম গতকাল রাত পৌনে আটটার দিকে কালভার্টের পাশে বসে কথা বলছিলেন। এ সময় চাটখিল থেকে সোনাইমুড়ীগামী একটি পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি এই দুজনকে চাপা দেয়। এতে তাঁরা আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হান্নানকে মৃত ঘোষণা করেন। আর অধ্যক্ষ জহিরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।