নোয়াখালীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নিহত তরুণ মাহফুজুর রহমান
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাতঘড়িয়া গ্রামে গাঁজা সেবনে বাধা দেওয়ায় পূর্ববিরোধের জের ধরে এক তরুণকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মাহফুজুর রহমান (২২)। খবর পেয়ে রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত তরুণের লাশ উদ্ধার করে সোনাইমুড়ী থানা-পুলিশ।

নিহত মাহফুজুর রহমানের ফুফাতো ভাই মাকসুদুর রহমান ওরফে সুমনের ভাষ্য, তাঁর মামাতো ভাই মাহফুজুর রহমান এলাকায় নির্মাণশ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইশতিয়াক হোসেন ও নাওড়ী গ্রামের আরমান হোসেনসহ কয়েকজন তরুণকে গাঁজা সেবনে বাধা দেন মাহফুজুর। এ নিয়ে ওই তরুণদের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। গতকাল রাত ৯টার দিকে তার ফুফাতো ভাই স্থানীয় কাজিরখিল বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা মাহফুজুরের বুকে, পেটেসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় মাহফুজুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে মাহফুজুর রহমান নামের এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করেছে একই এলাকার একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তদের কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহত তরুণের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।