নোয়াখালী জেলায় জুলাইয়ে করোনা শনাক্ত ও মৃত্যু সর্বোচ্চ

করোনা মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালী জেলায় জুলাই মাসে সর্বোচ্চ ৪ হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৪৫ জনের। নমুনা পরীক্ষার হারও অতীতের যে কোনো সময়ের তুলনায় এ মাসে বেশি ছিল। আজ রোববার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা সংক্রমিত হয়ে গত বছরের এপ্রিল মাসে সোনাইমুড়ীর বাসিন্দা ইতালিপ্রবাসী এক ব্যক্তির মৃত্যু হয়। পরে জেলার অন্যান্য উপজেলাতেও করোনা শনাক্ত হয়। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করে, আর চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনেকটাই কমে আসে। এরপর আবার করোনার সংক্রমণ বেড়ে গেছে।

করোনায় জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৮৬ জন। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ৪৫ জন। মোট মারা যাওয়া রোগীর ২৪ শতাংশই মারা গেছে জুলাইয়ে। করোনায় সবচেয়ে বেশি রোগী মারা গেছেন জেলার বেগমগঞ্জ উপজেলায় ৬০ জন। এ ছাড়া নোয়াখালী সদর উপজেলায় মারা গেছেন ৩৪ জন, কবিরহাটে ২৩, সেনবাগে ২২, চাটখিলে ২১, সোনাইমুড়ীতে ১৫, সুবর্ণচরে ৫, কোম্পানীগঞ্জে ৪ ও হাতিয়ায় ২ জন।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, জুলাই মাসে সারা দেশেই সংক্রমণ ও মৃত্যু বেশি ছিল। সে হিসাবে নোয়াখালী ব্যতিক্রম নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলমান কঠোর বিধিনিষেধ প্রতিপালনে নানা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।