নোয়াখালীতে অটোরিকশাচাপায় স্কুলছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম জাহিদুল হাসান ওরফে পিয়াস (১০)। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জাহিদুল হাসান স্থানীয় শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে চর হাজারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবু তাহের ওরফে খোকনের ছেলে।

স্থানীয় চর হাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রহিম বলেন, শিশু জাহিদুল গতকাল বিকেলে বাড়ির সামনের রাস্তায় খেলাধুলা করা অবস্থায় দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজ সোমবার সকাল নয়টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক। প্রথম আলোকে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কেউ যোগাযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।