নোয়াখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

নোয়াখালী জেলার ম্যাপ

ঘুষ গ্রহণের প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, এসআই মো. রেজাউল করিমকে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক একটি অনিয়মের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই তাঁকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগপর্যন্ত রেজাউল করিম জেলা পুলিশ লাইনে থাকবেন।

জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, এসআই রেজাউল করিম সম্প্রতি এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেন। ঘুষ দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার তাৎক্ষণিক জেলা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সোনাইমুড়ী থানায় পাঠান। তিনি অভিযোগের প্রাথমিক সত্যতা পান। এর ভিত্তিতে এসআই রেজাউলকে থানা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

অভিযোগের বিষয়ে জানার জন্য প্রত্যাহার হওয়া এসআই রেজাউল করিমের মুঠোফোনে কল দেওয়া হয় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে। তিনি কল রিসিভ করার পর প্রথম আলোর পরিচয় পেয়ে ফোনের সংযোগ কেটে দেন। এরপর একাধিকবার কল করা হলেও তিনি লাইন কেটে দেন।