নোয়াখালীতে চার লেন সড়ক নির্মাণে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

রোববার সকালে জেলা শহর মাইজদীর টাউনহল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালী নামের একটি সংগঠন
ছবি: প্রথম আলো

নোয়াখালীর চৌমুহনী-মাইজদী-সোনাপুর চার লেন সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালী নামের একটি সংগঠন। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৮ সালের জানুয়ারিতে ১৩ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের চৌমুহনী-মাজইজদী-সোনাপুর সড়ককে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়। ইতিমধ্যে সাড়ে চার বছর পার হয়ে গেছে। এর মধ্যে দুই দফায় সময় বাড়ানো হয়েছে। এখনো সড়কের কাজ শেষ হয়নি। কাজে ধীরগতির কারণে শহরের বাসিন্দারা প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান বক্তারা।

আয়োজক সংগঠনের সদস্যসচিব জামাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আইনজীবী কাউছার নিয়াজী, যুগ্ম আহ্বায়ক আইনজীবী আজিজুল হক, সদস্য বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর দেবনাথ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবদুল কাইয়ুম প্রমুখ।

মানববন্ধন থেকে করা বিভিন্ন অভিযোগের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদ উল্যাহ প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণে দেরির কারণে সড়কের কাজে গতি কম পেয়েছে। তবে বর্তমানে পুরোদমে কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিনি গত ৮ মাসে ২০টির বেশি চিঠি দিয়েছেন। অনেকবার তাদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তাদের কর্মীরা দিনরাত সমানতালে কাজ করছেন। কিন্তু শহরের ভেতরে বিভিন্ন ভবনের ভেঙে ফেলা অংশের ফাউন্ডেশন অংশ তুলতে গিয়ে অনেক সময় নষ্ট হচ্ছে। তবু তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবেন বলে আশা করছেন।