নোয়াখালীতে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। গতকাল রোববার রাত একটার দিকে নিজের বাড়িতে মারা যান তিনি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম মজুমদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি চার দিন ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গলাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। সর্বশেষ বমির সঙ্গে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে তিনি মারা যান বলে তাঁরা তথ্য পেয়েছেন। এখন তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে আসেননি। তাঁর অসুস্থতার বিষয়টি সম্পর্কে তাঁরা জানেন না।

এর আগে গতকাল বিকেলে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তিকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ওই ব্যক্তির বাড়িসহ ২২টি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা করোনাসংক্রান্ত কমিটি। বাড়িগুলোর ১২০ জন বাসিন্দাকে আপাতত হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।