নোয়াখালীতে ধানখেতে পড়ে ছিল লাশটি

লাশ
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদীতীর-সংলগ্ন ধানখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের বামনী নদীর তীর-সংলগ্ন ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা পুলিশের। উদ্ধার হওয়া লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নদীতীর-সংলগ্ন ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখে। পরে লাশটি উদ্ধার করে।

ওসি আরিফুর বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। পরে জোয়ারের পানিতে লাশ ভেসে নদীর তীরবর্তী ধানখেতে চলে আসে।

ওসি আরিফুর জানান, তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের মধ্যে কেউ লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেননি। ময়নাতদন্তের জন্য লাশটি আজ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।