নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার ভোরে ইউনিয়নের খাসেরহাটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন আওয়ামী লীগের প্রার্থী। তবে স্বতন্ত্র প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর পাঁচটার দিকে ইউপির ৯ নম্বর ওয়ার্ডের খাসেরহাট বাজারে এক দল দুর্বৃত্ত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুজ জাহেরের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে। আগুনে ডেকোরেটরের কাপড় দিয়ে তৈরি ক্যাম্পের পেছনের একাংশ পুড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভান।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুজ জাহের অভিযোগ করে বলেন, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেনের লোকজন তাঁর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছেন।
আবদুজ জাহেরের অভিযোগ, এর আগে ওই বাজারে দুটি ঘর ভাড়া নিয়ে তিনি নির্বাচনী কার্যালয় করতে গেলে ঘরের মালিককে ঘর ভাড়া না দিতে বেলালের লোকজন হুমকি দেন। এতে তিনি ঘর ভাড়া না পেয়ে খালি জায়গায় ডেকোরেটরের মাধ্যমে তাবু টানিয়ে একটি নির্বাচনী ক্যাম্প করেন। এরপরও হুমকি-ধমকি বন্ধ হয়নি। আর ওই হুমকির ধারাবাহিকতায়ই রোববার ভোরে তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে।
এদিকে দলের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের প্রতিবাদে রোববার দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খাসেরহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের বিরুদ্ধে তাঁদের হুমকি–ধমকি দেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।
যোগাযোগ করলে নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেন স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন। তিনি বলেন, ‘৯ নম্বর ওয়ার্ডের অধিকাংশ ভোটার আমাকে ভোট দেবেন। আমি জনগণের ভোটে জয়লাভ করব, কাউকে ভয়ভীতি দেখানোর প্রশ্নই ওঠে না। আমার লোকজনকে ফাঁসানোর জন্য পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।’
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, এওজবালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।