নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম রুপালি বেগম (২০)। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামীর নাম ইউছুফ নবী ওরফে রুবেল (২৬)। তাঁকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। তাঁর দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।

নিহত রুপালি বেগম উপজেলার কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, তিন মাস আগে পারিবারিকভাবে ইউছুফের সঙ্গে রুপালির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন ইউছুফ।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে গতকাল দিবাগত রাত পৌনে তিনটার দিকে ইউছুফ ওড়না দিয়ে হাত-পা বেঁধে তাঁর স্ত্রী রুপালিকে ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যা করেন। ইউছুফের বৃদ্ধা মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে রুপালির নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। তাঁরা ইউছুফকে আটক করে থানায় খবর দেন।

খবর পেয়ে ভোররাত সাড়ে চারটার দিকে কবিরহাট থানার পুলিশ নিহত রুপালির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আজ রোববার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাত্র তিন মাস আগে ইউছুফের সঙ্গে রুপালির বিয়ে হয়েছিল। পরকীয়ার অভিযোগ করে গতকাল রাতে রুপালিকে গলা কেটে হত্যা করেন ইউছুফ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।